৫ ধর্মের ৫ বিচারপতি, সুপ্রিম কোর্টে আজ থেকে তিন তালাকের বৈধতা নিয়ে শুনানি শুরু
তিন তালাকের বৈধতা নিয়ে শুনানি। আজ থেকে সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চে শুনানি শুরু হচ্ছে। মুসলিমদের মধ্যে বহু প্রচলিত `তিন তালাক` প্রথার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একাধিক পিটিশন জমা পড়েছে। যার মধ্যে রয়েছে ৫ মুসলিম মহিলার পিটিশনও। পাশাপাশি রয়েছে নিকাহ হালালা, বহুবিবাহের মত ইস্যুও।
ওয়েব ডেস্ক : তিন তালাকের বৈধতা নিয়ে শুনানি। আজ থেকে সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চে শুনানি শুরু হচ্ছে। মুসলিমদের মধ্যে বহু প্রচলিত 'তিন তালাক' প্রথার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একাধিক পিটিশন জমা পড়েছে। যার মধ্যে রয়েছে ৫ মুসলিম মহিলার পিটিশনও। পাশাপাশি রয়েছে নিকাহ হালালা, বহুবিবাহের মত ইস্যুও।
উল্লেখযোগ্য, সাংবিধানিক বেঞ্চের ৫ বিচারপতিই ভিন্ন ধর্মের- শিখ, খ্রিস্টান, পার্সি, হিন্দু ও মুসলিম। সাংবিধানিক বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি জগদীশ সিং খেহর, বিচারপতি কুরিয়ান জোসেফ, বিচারপতি রোহিংটন ফালি নারিমান, বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিচারপতি এস আবদুল নাজির। ৭ দিন ধরে চলবে এই শুনানি।
আরও পড়ুন, কুলভূষণ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে বড় জয় দিল্লির