নিজস্ব প্রতিবেদন: তিন তালাক নিয়ে রাজ্যসভায় বিরোধীদের বিঁধলেন নরেন্দ্র মোদী। যুক্তি দিলেন, একই কারণে হিন্দু ছেলের জেল হলে, অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে সেই নিয়ম খাটবে না কেন!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিন তালাক রদ বিল নিয়ে বিরোধীদের অভিযোগ, আইনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই প্রসঙ্গেই রাজ্যসভায় মোদী বলেন,''অনেকেই বলছেন, তিন তালাক দেওয়ার পর একটি সম্প্রদায়ের ছেলের জেল হয়, তাহলে তাঁর বাবা-মার কী হবে? কিন্তু, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও একটা হিন্দু ছেলে দ্বিতীয় বিবাহ করলে তাঁকে জেলে যেতে হয়। এনিয়ে তো কখনও সরব হননি তাঁরা।''      


আরও পড়ুন- পশ্চিমবঙ্গের কর্মসংস্থানকে ঢাল করলেন নরেন্দ্র মোদী


কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন,''তিন তালাক বিরোধী বিল পেশ করার নৈতিক সাহস ছিল না কংগ্রেসের। ৩০ বছর আগেই কংগ্রেসের এক মন্ত্রী বিষয়টি তুলেছিলেন। তবে রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করেন তিনি।''