রহস্যজনকভাবে হাওড়ায় নিখোঁজ তিন তালাক মামলার অন্যতম আবেদনকারী ইসরাত জাহানের দুই সন্তান
ওয়েব ডেস্ক: তিল তালাক মামলার অন্যতম আবেদনকারী ইসরত জাহানের দুই সন্তান নিঁখোজ। বৃহস্পতিবার হাওড়ার গোলবাড়ি থানায় দুই সন্তানের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন তিনি।গত ২২ অগাস্ট তাৎক্ষণিক তিন তালাককে অসাংবিধানিক বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মামলার পাঁচ আবেদনকারীর মধ্যে একজন ছিলেন হাওড়ার ইসরাত জাহান।
তাৎক্ষণিক তিন তালাকের শিকার ইসরাত জাহান নিজেও। পাঁচ আবেদনকারীর আর্জিতে সাড়া দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে একঘরে ইসরাত জাহান। তাঁর অভিযোগ, পাড়া প্রতিবেশীরা তাঁকে এড়িয়ে চলছেন। এমনকি শ্বশুর বাড়ির লোকজন তাঁকে শাসানি দিচ্ছে। রাজ্য সরকারের কাছে নিরাপত্তা দাবি করেছিলেন ইসরাত জাহান। তাঁর একটি ১৩ বছরের মেয়ে ও সাত বছরের ছেলে রয়েছে। তাঁরা হঠাৎই নিখোঁজ।
তিনি চিঠিতে লিখেছিলেন,"আমার জীবন বিপন্ন। আমার ভাসুর দুবার শ্লীলতাহানি করেছেন। থানায় এফআইআর করা হয়েছে। অথচ পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।"