নিজস্ব প্রতিবেদন:  তাত্ক্ষণিত তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা নিয়ে আরও এক ধাপ এগোল মোদী সরকার। বৃহস্পতিবার লোকসভায় পেশ করা হয় তালাক বিলটি। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন মুসলিম উইমেন (প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ম্যারেজ) বিলটি পেশ করেন। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, 'এই বিল মহিলাদের জন্য, ধর্মের জন্য নয়।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



যদিও  সংসদে দাঁড়িয়ে এই বিলের বিরোধিতা করেন আসাবুদ্দিন ওয়েইসি। তিনি বলেন, এই বিলটি মুসলিমদের মৌলিক অধিকার খর্ব করছে ও তাদের ব্যক্তিগত আইনের সঙ্গে এই বিলের কোনও মিল নেই। 


 



আরও পড়ুন: ‘সংবিধান মাথার উপরে’, সংসদে ক্ষমাপ্রার্থী অনন্ত কুমার হেগড়ে


উল্লেখ্য, এই বিল পাশ হওয়ার ফলে মুখের কথায় বা লিখিতভাবে, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে বা যেকোন উপায়ে শুধু কয়েকটি শব্দ ব্যবহার করেই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করা যাবে না। এই বিলে বলা হয়েছে, তিনবার 'তালাক' শব্দটি উচ্চারণ করে স্ত্রীকে ডিভোর্স দিলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে।


আরও পড়ুন: ফের পিপিএফ, এনএসসি প্রকল্পে সুদের হার কমাল কেন্দ্র


এই প্রথা সাংবিধানিক নৈতিকতা ও লিঙ্গ সম্যের আদর্শকে লঙ্ঘন করছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও বহু মৌলবী-সহ সিয়া, সুন্নি নির্বিশেষে একাধিক মুসলিম সংগঠন এই বিলের বিরোধিতা করছে।