নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরা বিধানসভা নির্বাচনে অপ্রত্যাশিত উত্থান হল বিজেপির। গেরুয়া শিবিরকে ঠেকাতে বিরোধী ভোট ভাগাভাগির আশা করেছিল সিপিএম। সেই অঙ্কে জল ঢেলে মাত্র ১.৫% থেকে ৫ বছরে বিজেপির ভোট বেড়ে হল ৪০.৫ শতাংশ। ভোটে কোনও প্রভাব ফেলতেই পারল না কংগ্রেস বা তৃণমূল। একটাও আসন পায়নি দুটি দল। ভোট শতাংশও বলার মতো নয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ফল বলছে, ১.৯ শতাংশ ভোট গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। অর্থাত্ ৫ বছরেই বিজেপি-কংগ্রেসের জায়গার অদলবদল হল। ত্রিপুরায় কংগ্রেসের ৬ জন বিধায়ক টেনে প্রধান বিরোধী দল হয়েছিল তৃণমূল কংগ্রেস। পরে অবশ্য তাঁরা বিজেপিতে যোগ দেন। প্রত্যাশা জাগিয়েও তেমন সাড়া ফেলতে পারল না তৃণমূল। এবার ১৬টি আসনে প্রার্থী দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেখানে তৃণমূল পেয়েছে ০.৩ শতাংশ ভোট। শতাংশের নিরিখে যা নোটার চেয়েও কম। নোটার ভাঁড়ারে গিয়েছে ১ শতাংশ ভোট।   


ত্রিপুরায় তৃণমূলের বাহিনী সামলানোর দায়িত্ব পেয়েছিলেন মুকুল রায়। তিনি অবশ্য এখন গেরুয়া শিবিরে। সেই মুকুলকেই 'গদ্দার' আখ্যা দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ''আমরা ওখানে লড়াইয়ে ছিলাম না।'' 


আরও পড়ুন- 'লাল'গড়ে মোদী ঝড়ে ভেঙে চুরমার ২৫ বছরের বামদুর্গ