নিজস্ব প্রতিবেদন: ফের মুখ ফসকে বিতর্ক বাঁধালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সিভিল সার্ভিস ও সিভিল ইঞ্জিনিয়ারিংকে এক করে ফেললেন। শুক্রবার আগরতলায় একটি অনুষ্ঠানে বিপ্লব দেব বলেন, ''আগে সিভিল সার্ভিস পরীক্ষায় বসতেন কলাবিভাগের পড়ুয়ারা। এখন চিকিত্সক ও ইঞ্জিনিয়াররাও সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছেন।''    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধু তাই নয়, সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিভিল সার্ভিসকে এক করে দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ''মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া উচিত নয়। বরং সিবিল ইঞ্জিনিয়াররা সিভিল সার্ভিস দিতে পারেন। সিভিল ইঞ্জিনিয়ারদের প্রশাসন চালানো ও সমাজ গঠনে অভিজ্ঞতা থাকে।''



ক্ষমতায় আসার পরেই একের পর এক মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন বিপ্লব দেব। দিন কয়েক আগে বলেছিলেন, মহাভারতের যুগেও ইন্টারনেট ও উপগ্রহ ছিল। শুক্রবার ডায়না হেডেনের বিশ্বসুন্দরী খেতাব প্রাপ্তি নিয়েও প্রশ্ন তোলেন বিপ্লব দেব। তাঁর কথায়, ''ভারতীয় সু্ন্দরী মানে ঐশ্বর্য রাইকেই বোঝায়।''   


আরও পড়ুন- পচন, দুর্গন্ধ ঠেকিয়ে পচা মাংসের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় একাধিক রাসায়নিক