নিজস্ব প্রতিবেদন: রবিবার ত্রিপুরায় ভোট। টানটান উত্তেজনা। নিশ্ছিদ্র নিরাপত্তা গোটা রাজ্যে। মানিক ছেড়ে কী মোদীর 'হিরে' পছন্দ করবেন ত্রিপুরাবাসী? রবিবার ব্যালটেই জবাব দেবেন তাঁরা।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টানা চারবার মুখ্যমন্ত্রী থাকা মানিক সরকার নিজের একক চেষ্টায় বাম দুর্গ ধরে রেখেছেন। সেই গড় কি অটুট থাকবে? নাকি থাবা বসাবে পদ্ম? বাম বনাম বিজেপি- এবার মূল লড়াই। কংগ্রেসের কার্যত সাইনবোর্ডে পরিণত হয়েছে। শেষ দিনে প্রচারে এসেছিলেন রাহুল গান্ধী। মিনিট ১৫ বক্তব্য রাখেন তিনি। তার মধ্যে বেশি সময় ব্যয় করেছেন বিজেপিকে নিশানা করে। ত্রিপুরায় একাধিক সভা করেছেন নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন, 'চলো পাল্টাই।'


আরও পড়ুন- কর্পোরেট অবতারে বিজেপির নতুন সদর দফতর  


রাজ্যে মোট ৬০টি আসনের মধ্যে ভোট ৫৯ আসনে। সবকটি আসনেই প্রার্থী দিয়েছে বামফ্রন্ট ও বিজেপি। তৃণমূল লড়ছে মোট ১৭টি আসনে।