সংবাদ সংস্থা:    শব্দবাজি নিয়ে আদালতের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের। আজান প্রসঙ্গ টেনে তিনি বললেন, ''দীপাবলির সময় শব্দবাজি ফাটালেই যত অসুবিধা, আজানের সময়ে লাউডস্পিকারে তো কারোও কোনও অসুবিধা হয় না?''  একজন রাজ্যপালের এহেন মন্তব্যেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘প্রতি দীপাবলিতে বাজির শব্দ দূষণ নিয়ে লড়াই শুরু হয়ে যায়। এটা তো মাত্র কয়েক দিনের ব্যাপার। কিন্তু যেভাবে ভোর সাড়ে চারটের সময় লাউডস্পিকারে আজান দেওয়া নিয়ে, তাতে কোনও লড়াই নেই কেন?’’


তিনি আরও বলেন, কোরানে কোথাও বলা নেই, আজানের সময়ে লাউডস্পিকার বাজাতে হবে। মসজিদের মিনার থেকে আজান দেওয়ার কথা বলা রয়েছে। একই ইস্যুতে তথাকথিত 'ধর্মনিরপেক্ষ'দেরও কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, যাঁরা ছোটো শিশু ও অসুস্থ মানুষদের দোহাই দিয়ে শব্দবাজির ওপর নিষেধাজ্ঞার জন্য গলা চড়ান, তাঁরা কেন লাউডস্পিকার বাজানোর ব্যাপারে মুখ খোলেন না?  তাঁর কথায়, 'এটা দুমুখো নীতি।'


প্রসঙ্গত, দিল্লিতে বায়ু দূষণের রোধে বাজি কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। ৪৮ ঘণ্টা আগেই পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়ে দিয়েছে, রাত দশটা পর্যন্ত শব্দবাজি ফাটানো গেলেও, মেনে চলতে হবে ৯০ ডেসিবেলের মাত্রা। এরপরই বিতর্কিত পোস্ট করেন তথাগত রায়। আদালতের এই রায়ে হিন্দুরা অখুশি বলেও মন্তব্য করেন তিনি।