নিজস্ব প্রতিবেদন: আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বুধবারের পদযাত্রার অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিস (Tripura)। অগত্যা পরের দিন, ১৬ তারিখ কর্মসূচি করতে চায় তৃণমূল (TMC)। কিন্তু ওই দিনও অনুমতি দেওয়া হল না। এই ঘটনায় বিজেপিকে বিঁধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন,'ইয়ে ডর হমে অচ্ছা লগা!'                        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার দুপুর ২টোয় ত্রিপুরার আগরতলায় পদযাত্রা করার কথা ছিল অভিষেকের (Abhishek Banerjee)। সেই মতো পুলিসের কাছে অনুমতি চায় তৃণমূল (TMC)। কিন্তু অনুমতি মেলেনি। বলা হয়, ওই দিন প্রস্তাবিত রুটে আর একটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। তাই অনুমতি দেওয়া যাবে না। তার পর তৃণমূল নেতৃত্ব সিদ্ধান্ত নেয়, কর্মসূচি হবে বৃহস্পতিবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর। কিন্তু সেই আবেদনও প্রত্যাখ্যান করেছে ত্রিপুরা পুলিস (Tripura Police)। তাদের ব্যাখ্যা,'১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। ফলে আইনশৃঙ্খলার কারণে অনুমতি দেওয়া সম্ভব নয়।' 


ত্রিপুরা পুলিসের দু'টি চিঠি টুইট করে বিপ্লব দেব সরকারকে নিশানা করেছেন অভিষেক (Abhishek Banerjee)। তিনি লিখেছেন,'মৃ্ত্যুভয় চেপে ধরেছে বিজেপিকে। সর্বশক্তি দিয়ে আমাকে ত্রিপুরায় ঢুকতে বাধাদানে মরিয়া হয়ে উঠেছেন বিপ্লব দেব। চেষ্টা চালিয়ে যান তবে আটকাতে পারবেন না। আপনার ভয় বলে দিচ্ছে প্রশাসনে থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। সত্য প্রকাশ পাবেই।' কটাক্ষের ছলে অভিষেকের সংযোজন,'ইয়ে ডর হমে অচ্ছা লগা!'


 



তৃণমূল সূত্রের খবর, এর শেষ দেখতে চাইছে নেতৃত্ব। তার ইঙ্গিত দিয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটারে লিখেছেন, 'এতটাই ভয় যে ১৫/৯ তারিখে ত্রিপুরার পদযাত্রায় হাস্যকর যুক্তিতে নিষেধ করার পর ১৬/৯ তারিখেও আপত্তি করল ভীত বিজেপির পুলিস। প্রমাণিত,তৃণমূলই এখানে প্রধান প্রতিপক্ষ। তাদের নিয়েই বিজেপির মাথাব্যথা। এভাবে ঠেকানো যাবে না। পরবর্তী পদক্ষেপ তৃণমূল মঙ্গলবার জানাবে।'


আরও পড়ুন- By-Poll: নবান্ন থেকে ফেরার পথে ১৬ আনা মসজিদে ঝটিকা জনসংযোগ Mamata-র


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)