ওয়েব ডেস্ক : উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। আগামীকাল শপথ নেবেন তিনি। আজ দলের বৈঠকে ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় BJP।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে বিপুল ভোটে হারিয়ে উত্তরাখণ্ডে দায়িত্বে এসেছে BJP। শেষ হয়েছে কংগ্রেস ও হরিশ রাওয়াত জমানা। ক্ষমতা দখলের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বেশ টালবাহানা শুরু হয়েছিল গত কয়েকদিন ধরে। নাম উঠে আসছিল দু'জনের। একজন ত্রিবেন্দ্র সিং রাওয়াত ও অন্যজন প্রকাশ পন্থ। শেষ প‌র্যন্ত ত্রিবেন্দ্রকেই বেছে নেয় দল।


আরও পড়ুন-১২ ঘন্টাও কাটেনি, জল্পনায় জল ঢেলে কেন্দ্রীয় মন্ত্রী বললেন,"আমি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নেই"


RSS ঘনিষ্ঠ ও অমিত শাহ-র সঙ্গে সুসম্পর্ক রেখে চলা ত্রিবেন্দ্র সিং রাওয়াতের ভাবমূর্তি বেশ ভালো। ২০১৪ সালেও লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কাজ করেছেন তিনি।