নিজস্ব প্রতিবেদন: সদ্য সমাপ্ত আন্তর্জাতিক শিল্পোদ্যোগী সম্মেলনের বিষয়ে সন্তোষজনক মনোভাব প্রকাশ করলেন ট্রাম্প এবং মোদী। নভেম্বরের শেষে হায়দরাবাদে অনুষ্ঠিত এই সম্মেলন নিয়ে টেলিফোনে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এমনটাই জানানো হল হোয়াইট হাউসের তরফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"উইম্যান, ফার্স্ট প্রায়োরিটি ফর অল" শীর্ষক এবারের সম্মেলনে তারকা আকর্ষণ ছিলেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা। তাঁর নেতৃত্বেই এসেছিলেন সেদেশের ৩৮টি স্টেটের প্রতিনিধিরা। বিশ্বের ১৫০টি দেশের মোট ১৫০০ প্রতিনিধি যোগ দিয়েছিলেন এবারের আন্তর্জাতিক শিল্পোদ্যোগী সম্মেলনে। এই তালিকায় ছিলেন নবীন উদ্যোগপতি থেকে বিনিয়োগকারী সকলেই।


চলতি বছরের জুন মাসে মোদীর মার্কিন সফরের সময় হায়দরাবাদের এই শিল্পোদ্যোগী সম্মেলনের জন্য ইভাঙ্কাকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের উদ্বোধনেও পৌরহিত্য করেছেন মোদী।