ওয়েব ডেস্ক : তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি ছিলই। এরই মধ্যে, আগ্রায় জোড়া বিস্ফোরণ। আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছেই পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল গোটা এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- জানেন কে এই যোগী আদিত্যনাথ?


প্রথমটি একটি বাড়ির ছাদে এবং দ্বিতীয় বিস্ফোরণ হয় স্টেশনের কাছে আবর্জনার স্তুপে। কম তীব্রতার বিস্ফোরক ব্যবহার হয়। কারোর হতাহত হওয়ার খবর নেই। তবে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে তাজ-নগরীতে। তাজমহলের ছবি, নিচে লেখা পরবর্তী টার্গেট। আত্মঘাতী মিশনের প্রছন্ন হুঁশিয়ারি।  আইসিসের নাম করে, এসেছে এমনই হুমকি-বার্তা।কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে তাজমহলের নিরাপত্তা। এরই মধ্যে আগ্রায় জোড়া বিস্ফোরণে, উত্তেজনা এলাকায়।