ওয়েব ডেস্ক: জলের তোড়ে ভেঙে গেল বিপজ্জনক সেতু। জলে ভেসে মৃত্যু ২ শিশু সহ তিনজনের। ঘটনা বিহারের আরারিয়া জেলায়। বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে স্থানীয় একটি সেতু। সেই সেতুর ওপর দিয়ে তখনও চলছে ঝুঁকির পারাপার। সেতু পেরোতে গিয়েই ঘটে বিপত্তি। জলের তোড়ে তলিয়ে যায় ২ শিশু সহ তিনজন। স্থানীয় এক ব্যক্তির তোলা ভিডিও এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল।


অন্যদিকে, ট্যাক্সির মধ্যে থেকে চালকের মৃতদেহ উদ্ধার করল পুলিস। বরানগর নেতাজি কলোনি এলাকার ঘটনা। অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়েছিল ট্যাক্সিটি। তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কাছে গিয়ে তাঁরা দেখেন, চালক মাথা নিচু করে স্টিয়ারিংয়ের ওপর শুয়ে। পুলিস এসে দেহ উদ্ধার করে। প্রাথমিক অনুমান, সেরিব্রাল অ্যাটাক হয়ে ট্যাক্সিচালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম বিশ্বনাথ মুখার্জি। বাড়ি বরানগরের ডাক্তারবাগান এলাকায়।


দুরন্ত এক্সপ্রেসে চুরির অভিযোগ, ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা


বাসন্তীর সোনাখালি গ্রামে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন