নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রদেশের পর এবার গুজরাটেও বিপাকে কংগ্রেস। রাজ্যসভার নির্বাচনের আগেই বেপাত্তা কংগ্রেসের ২ বিধায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নভেল কোরোনা আটকাতে মানুষকে ৪ ভাবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন


শনিবার সন্ধে থেকে আর পাত্তা পাওয়া যাচ্ছে না লিমিডের বিধায়ক সোম প্যাটেল ও ধারির বিধায়ক জি ভি কাকাদিয়া। সূত্রের খবর সোম প্যাটেল চাইছেন রাজ্যসভায় প্রার্থী করা হোক কংগ্রেসের কোলি প্যাটেলকে। সেই দাবি বাতিল করে দিয়েছে রাজ্য কংগ্রেস। পরিবর্তে প্রার্থী করা হয়েছে শক্তি সিং গোহিল ও ভরত সিং সোলাঙ্কিকে। এমনও খবর রয়েছে, পদত্যাগও করতে পারেন ওই দুই বিধায়ক।


এদিকে, গুজরাট কংগ্রেস সূত্রে খবর, রাজ্যসভা নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিতে পারেন রাজ্যের ৫ কংগ্রেস বিধায়ক। একথা মাথায় রেখেই সম্ভবত দলের সব বিধায়ককে আগেভাগেই রাজস্থানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রবিবারই সম্ভবত ১৫ বিধায়ককে জয়পুরে পাঠানো হয়েছে।


আরও পড়ুন-কাউন্টডাউন শুরু কমলনাথের, সোমবার মধ্যপ্রদেশে আস্থা ভোট করানোর নির্দেশ রাজ্যপালের


গুজরাটে দুটি আসনে জিততে কংগ্রেসের প্রয়োজন ৭৪টি ভোট। দল  ইতিমধ্যেই জিগনেশ মেওয়ানির সমর্থন আদায় করেছে। ফলের জয়ের আশা দেখেই দলের বিধায়কদের আগলে রাখার মরিয়া চেষ্টা করছে কংগ্রেস।