নিজস্ব প্রতিবেদন: এ বছরের শুরুতেই অনলাইন বিপণন ব্যবসা শুরুর পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি-র চেয়ারম্যান মুকেশ অম্বানি। এ বার বিভিন্ন সংস্থার সঙ্গে মোট ১৭,৩০০ কোটি টাকার প্রায় ২৪টি বাণিজ্যিক লেনদেন করল রিলায়েন্স ইন্ডাস্ট্রি। অর্থাত্, ভারতে Amazon, Flipkart-কে মুকেশ অম্বানির টেক্কা দেওয়ার পরিকল্পনাই বাস্তবায়িত হতে চলেছে বলে মত বাজার বিশেষজ্ঞদের।
ধাপে ধাপে বিনিয়োগের মাধ্যমেই ভারতে ই-কমার্স ব্যবসা শুরু করতে চাইছে Reliance Industries। ই-কমার্স সাইট আমাজন-কে পাল্লা  দিয়ে ভারতের বিশাল অনলাইন বিপণনের বাজারে প্রবেশ করতে চাইছে রিলায়েন্স। বাজার বিশেষজ্ঞের কুণাল আগরওয়ালের মতে, ছোট ছোট বিনিয়োগের মাধ্য়মে কাজে দক্ষ কর্মীদের একটি দল তৈরী করতে চাইছে রিলায়েন্স।
ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সংস্থা মর্গান স্যানলি-এর (Morgan Stanley) মতে ২০২৮ সালের মধ্যে ভারতে ই-কমার্স-এর বাজার প্রায় ৬ গুণ বৃদ্ধি পাবে। অর্থাত্, ভবিষ্যতে বাড়বাড়ন্তের দিকে নজর রেখেই আগে-ভাগে ভারতে ই-কমার্সের বাজারে প্রবেশ করতে চাইছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর দূরদর্শিতাকে সমর্থন করেছেন সংস্থার বিনিয়োগকারীরা। গত ১২ মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries Ltd.)-এর শেয়ারের মূল্য প্রায় ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ই-কমার্সের পাশাপাশি চেন দোকানের সংস্থা Walmart-কেও পাল্লা দিয়ে চেন দোকানের ব্যবসায় আগ্রহী Reliance Industries। অর্থাত্, টেলিকমের সঙ্গে ভোগ্যপণ্যের বাজার দখলের দিকেও এগোতে চাইছে মুকেশ অম্বানির সংস্থা।