ওয়েব ডেস্ক:  কাশ্মীরের কুলগাম জেলায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ ২ জঙ্গি। এক জঙ্গিকে জ্যান্ত ধরল নিরাপত্তা বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রবিবার কুলগামের খুদওয়ানি এলাকায় তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। রাতে ওই তল্লাশি অভি‌যান শুরুর পরই জঙ্গিরা তাদের উপস্থিতি জানান দেয়। গুলি ছুটে আসে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে। পালটা গুলি চালায় সেনা। এতেই ২ জঙ্গির মৃত্যু হয়। একজন জঙ্গিকে ধরে ফেলে নিরাপত্তা বাহিনী। মৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।


অন্যদিকে, রবিবার কুপওয়ারা জেলায় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ সেনা আহত হন। নিয়ন্ত্রণরেখায় টহল দেওয়ার সময়ে ওই মাইন বিস্ফোরণ ঘটে ‌যায়।


আরও পড়ুন-  জেএনইউ-তে হেরেও নৈতিক জয় দেখছে এবিভিপি