শ্রীনগর: উত্তর কাশ্মীরের সোপোরে সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হত দুই জঙ্গি জইস-ই-মহম্মদের সদস্য বলে জানা গিয়েছে। এক পুলিস অফিসার জানিয়েছেন, জঙ্গি অনুপ্রবেশের খবর মেলায় সুরক্ষা বাহিনী ঘিরে ফেলে সোপোরের সৈদপোরা গ্রাম। যে বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল চিহ্নিত করা হয় সেই বাড়িটিকেও। সেনা বাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনারাও। শুরু হয় গুলির যুদ্ধ। শেষপর্যন্ত এনকাউন্টারে মারা যায় দুই জঙ্গি।  


গত বুধবার, কাশ্মীরের সোপোরের চানকান এলাকায় লস্কর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে।পুলিস ও সেনার কাছে খবর ছিল ওই এলাকায় লুকিয়ে রয়েছে দুই লস্কর ই তৈবার জঙ্গি। এরপরই যৌথভাবে অভিযানে নামে সেনা ও পুলিস। গোটা এলাকা ঘিরে রেখা হয়।  


সকাল থেকেই সেনা ও জম্মু-কাশ্মীর পুলিসের সঙ্গে যৌথ ভাবে অভিযান শুরু করে।