নিজস্ব প্রতিবেদন : গলা চিরে ফেলে রাখা হল স্টেশনের পাশে। গোঙানির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। এরপরই আশঙ্কাজনক অবস্থায় আরপিএফ-এর ২ জওয়ানকে উদ্ধার করা হয়। কিন্তু, উদ্ধারের কিছুক্ষণ পরেই মৃত্যু হয় এক জওয়ানের। অন্যজনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। কে বা কারা ওই ঘটনার সঙ্গে যুক্ত, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কিন্তু, প্রশাসনের একাংশের দাবি, মাওবাদীদের হাতেই আক্রান্ত হয়েছেন ওই ২ জওয়ান ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : প্রাণভয়ে চিত্কার, ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ভাইরাল 


ঘটনাস্থল ছত্তিশগড়ের বাস্তারের বাচেলি স্টেশন। প্রকাশ্য দিবালোকে আরপিএফ-এর দুই জওয়ানের উপর হামলা চালায় সন্দেহভাজন মাওবাদীরা। রাইপুর থেকে মাত্র ৪০০ কিলোমিটার দূরের বাচেলিতে কীভাবে সকাল ১১টায় এমন নৃশংস ঘটনা ঘটল, তা নিয়ে প্রশাসনের অন্দরে শুরু হয়েছে চাপানউতর। ওই ঘটনার পর পরই গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। হামলাকারীদের খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিস।