নিজস্ব প্রতিবেদন: উত্তর পশ্চিম দিল্লিতে গ্রেফতার ২ জঙ্গি। সোমবার ছোটখাটো গুলির লড়াইয়ের পর বব্বর খালসা ইন্টারন্যাশানাল গোষ্ঠীর ওই দুই জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিসের স্পেশাল সেল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বারান্দায় পড়ে দেহ, বাবাকে খুন করে ঘরে বেঘোরে ঘুমাচ্ছে ছেলে!


ধৃত দুই জঙ্গির নাম দিলওয়ার সিং ও কুলওয়ান্ত সিং। দিল্লি পুলিসের স্পেশাল সেলের তরফে জানানো হয়েছে, দুই জঙ্গির কাছ থেকে ৬টি পিস্তল ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পঞ্জাবে বেশ কয়েকটি নাশকতার মামলায় ওই দুজনকে খুঁজছিল পুলিস।



কানাডা, ব্রিটেন, জার্মানি ও ভারতের কয়েকটি জায়গায় সক্রিয় এই বব্বর খালসা ইন্টারন্যাশনাল। ২০১৯ সালে এই জঙ্গি গোষ্ঠীর ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনআইএ। এরা পঞ্জাবের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক কষেছিল।


আরও পড়ুন-বিজেপি-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত বীরভূম, ব্যাপক বোমাবাজি, অবাধে চলল ভাঙচুর


১৯৭৮ সাল প্রতিষ্ঠা করা হয় বব্বর খালসা ইন্টারন্যাশনাল। আশির দশকে গোটা পঞ্জাব জুড়েই এদের দৌরাত্ম ছিল। তবে পুলিসের টানা নজরদারির ফলে নব্বইয়ের দশকে এদের প্রভাব পঞ্জাবে কমে যায়।