২৬.৪ কোটি টাকায় বিকোল তৈয়বের `কালী`
১৯৮৯ সালে তুলির টানে ক্যানভাসে `কালী`কে ফুটিয়ে তুলেছিলেন তৈয়ব মেহতা।
নিজস্ব প্রতিবেদন: ২৬.৪ কোটি টাকায় বিক্রি হল চিত্রকর তৈয়ব মেহতার ছবি। স্যাফ্রোন্যাটের 'মাইলস্টোন ২০০ নিলামে' তৈয়বের তৈয়বের আঁকা এই 'কালী' চিত্র শিল্পীর জন্য নয়া বিশ্বরেকর্ড গড়ল। এর আগে ২২.৯৯ টাকায় বিকিয়েছিল তাঁর ছবি।
১৯৮৯ সালে তুলির টানে ক্যানভাসে 'কালী'কে ফুটিয়ে তুলেছিলেন তৈয়ব মেহতা। নিলামে এই চিত্রটি ১৯.৮ কোটি টাকা দাম উঠতে পারে বলে ভাবা হয়েছিল। তবে প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে নিলামের চূড়ান্ত দর। এর আগে ২০১৭ সালে শিল্পীর ১৯৯৪ সালে আঁকা ছবি বিকিয়েছিল ২২.৯৯ কোটি টাকায়।
স্যাফ্রোনার্টের সিইও দীনেশ বাজিরানির কথায়,''আধুনিক ভারতের চিত্রশিল্পে নতুন মাইলফলক তৈরি করল তৈয়বের 'কালী'।'' নিলামে থাকা বিভিন্ন শিল্পীর ৮৫ শতাংশ ছবি বিক্রি হয়ে গিয়েছে। নিলাম থেকে অর্থ সংগ্রহ হয়েছে মোট ৭৫ কোটি টাকা।
আরও পড়ুন- ২০১৯ সাল পর্যন্ত কেউ আমায় স্পর্শ করতে পারবে না: কুমারস্বামী