ওয়েব ডেস্ক: জামিনে মুক্তির পর, JNU-এ ফিরে উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যের আক্রমণের টার্গেট হল, একযোগে কেন্দ্র এবং RSS। তাঁদের ভাঙার চেষ্টায় কেন্দ্র ও RSS সম্পূর্ণ ব্যর্থ।


ক্যাম্পাসে পা রেখেই বার্তা দুই ছাত্রনেতার। এদেশে স্বাধীনতা সংগ্রামীদের যে দেশদ্রোহী আইনে অপরাধী করা হয়, সেই আইনে গ্রেফতার হয়ে তাঁরা গর্বিত। এতে কোনও লজ্জা নেই। এই মন্তব্যও করেন উমর খালিদ। আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে গত ৯ ফেব্রুয়ারি জেএনইউ ক্যাম্পাসে যে অনুষ্ঠানের আয়োজন হয়, তার অন্যতম উদ্যোক্তা ছিলেন উমর। কানহাইয়া কুমারের গ্রেফতারি এবং দেশজোড়া বিতর্কের মধ্যেই, গত ২৩ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করেন উমর এবং অনির্বাণ। ব্যক্তিগত ২৫ হাজার টাকা বন্ডে,  গতকাল তাঁদের ছ'মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।