ওয়েব ডেস্ক:  আপাতত জেলের হাওয়া সয়ে গিয়েছে রাম রহিমের। দিব্যি চলছে দিন। হানিপ্রীতের অবশ্য হাজতের প্রথম রাতটা খুব একটা সুখকর হয়নি, ঘুরিয়ে ফিরিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। এর মধ্যে আজ সকালে হঠাত্ই রাম রহিম ও তার 'পালিত কন্যা'কে টুইট করল রাষ্ট্রপুঞ্জ। শুনে অবাক হওয়ার কারণ নেই। রাষ্ট্রপুঞ্জের টুইটার হ্যান্ডেল হ্যাক হয়নি।'ওয়ার্ল্ড টয়লেট ডে'তে শৌচালয় নিয়ে প্রচারে সাহায্য করার জন্য আবেদন জানিয়ে রাম রহিম ও হানিপ্রীতকে টুইট করে রাষ্ট্রপুঞ্জ। আর মুহূর্তেই সেই টুইট ভাইরাল হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আসল বিষয়টি কী?


বুধবার সকালে রাষ্ট্রপুঞ্জের সাইটে দুটি টুইট দেখা গিয়েছে। বস্তুত রাষ্ট্রপুঞ্জের জল সম্পর্কিত বিষয় দেখভাল করে যে সংস্থা, তারাই টুইটটি করে বলে সূত্রের খবর। আগামী ১৯ নভেম্বর বিশ্ব শৌচালয় দিবস উপলক্ষে জল ও শৌচালয় নিয়ে প্রচারে সাহায্যের  আবেদন জানিয়ে হানিপ্রীত ও রাম রহিমকে টুইট করা হয়।


 



আর সেই টুইট প্রকাশ্যে আসতেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পরে টুইট দুটি সরিয়ে নেওয়া হয়। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয় ধোঁয়াশা রয়েই গেছে।