নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশের বস্তি জেলায় ভেঙে পড়ল একটি নির্মিয়মান উড়ালপুল। শনিবার ভোরে ঘটে দুর্ঘটনাটি। সেই সময় রাস্তায় যানবাহন না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। তবে ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রত্যক্ষদর্শীদের কথায়, সেতুটি যে লোহার স্তম্ভের ওপর দাঁড় করানো ছিল নরম মাটিতে সেটি বসে যায়। এর ফলে ভেঙে পড়ে উড়ালপুল। গত ২ সপ্তাহ ধরে ওই এলাকায় নাগাড়ে বৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে। মাটি নরম হয়ে যাওয়াতেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।


পুলিস ব্যবস্থা না নিলে আইন হাতে তুলে নিন, দলীয় কর্মীদের বার্তা বিজেপি নেতার


ভেঙে পড়া উড়ালপুলের নীচে ২ জন আটকে পড়েন। পরে উদ্ধারকারীরা এসে তাঁদের বার করেন। 


লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর প্রদেশের একাধিক এলাকা। গত সপ্তাহেই উত্তর প্রদেশে আগ্রা - লখনউ হাইওয়ের একটি অংশ বৃষ্টিতে ধসে যায়। গর্তে পড়ে যায় একটি গাড়ি। তাতে ছিলেন ৪ সওয়ারি। তবে তাঁদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।