নয়াদিল্লি: বুধবার কালো টাকা নিয়ে আলোচনা হতে চলেছে সংসদের উভয়কক্ষে। এই অবস্থায় বিরোধীদের একতা ভেঙে দেওয়াটাই সরকারপক্ষের একমাত্র লক্ষ্য। মঙ্গলবার বিরোধীদের দফায় দফায় আক্রমনের পর সন্ধেয় আলোচনায় রাজি হয় সরকার পক্ষ। তবে কালো টাকা নিয়ে কোনও ভোটাভুটিতে যেতে রাজি নয় তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংসদ বিষয়ক মন্ত্রী রাজীব প্রতাপ রুডি বলেন, ""সরকার আলোচনার জন্য রাজি আছে। ''  বুধবারের দুপুরের অ্যাজেন্ডায় বিষয়টি তোলা হয়েছে। আলোচনা হবে রাজ্যসভা ও লোকসভাতে।


কালোটাকা নিয়ে এদিনও সরব হতে চলেছে বিরোধী তৃণমূল ও  জনতা দল।  কালো টাকা নিয়ে ভোটের দাবি করেছে তারা। দুই রাজনৈতিক দলের চাপের মুখে এখনই মাথা নত করতে রাজি নয় সরকার পক্ষ।