মাদ্রাসায় রোজ জাতীয় পতাকা তোলার আহ্বান মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর
ওয়েব ডেস্ক: রোজ তুলতে হবে জাতীয় পতাকা। গাইতে হবে জাতীয় সংগীত। মধ্যপ্রদেশের মাদ্রাসাগুলির কাছে এমনই আহ্বান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী বিজয় শাহ।
শিক্ষামন্ত্রী শুক্রবার রাজ্য মাদ্রাসা বোর্ডের প্রতিষ্ঠা দিবস উলপক্ষ্যে এক অনুষ্ঠানে বলেন, ''রাজ্যের মাদ্রাসাগুলির কাছে আমি রোজ জাতীয় পতাকা তোলা ও জাতীয় সংগীত গাওয়ার আহ্বান জানাচ্ছি। আশাকরি এতে কারও অসুবিধে থাকার কথা নয়।''
দেশের বিভিন্ন অংশে জাতীয় সংগীত গাওয়া নিয়ে বহু বিতর্ক হয়েছে। শিক্ষামন্ত্রী এদিন মাদ্রাসাগুলির কাছে আবেদন করেন, ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলতে হবে এবং তা করতে হবে শৈশবেই।
প্রসঙ্গত ওই অনুষ্ঠানে ছিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। তিনিও ছাত্রদের মধ্যে জাতীয়তা বোধ গড়ে তোলার ওপরে জোর দেন। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশকে ভালোবাসার মন্ত্র ছাত্রাবস্থাতেই শিশুদের মধ্যে দিয়ে দিতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন, মাদ্রাসা ছাত্রদের আধুনিক শিক্ষা দিতে হবে যাতে তারা পড়া শেষ করে কাজ পায়।
আরও পড়ুন-রোহিঙ্গাদের অনুপ্রবেশ রুখতে লঙ্কাগুঁড়ো ব্যবহার করছে বিএসএফ