নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় বাড়িতে ঢুকে এক সাধারণ মানুষকে খুন করল জঙ্গিরা। আজ সকালে পুলওয়ামা জেলার কোকাপোরার নারবালের ঘটনা বলে পুলিস জানায়। এই ঘটনায় আরও এক জন গুরুতর আহত বলে জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পুলিস জানিয়েছে, নাগিনা বানো নামে ওই মহিলার বাড়িতে জোর করে ঢোকে জঙ্গিরা। বাধা দিলে তাঁকে গুলি করে খুন করা হয়। সুলতান নামে আরও এক ব্যক্তিও হামলায় গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা জঙ্গি বলেই অনুমান করছে পুলিস।



আরও পড়ুন- জম্মু-কাশ্মীর বিধানসভার আসন পুনর্বিন্যাস চান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


নাগিনার স্বামী মহম্মদ ইউসুফ লোনও ২০১৭ সালে জঙ্গিদের হাতে নিহত হন। এই ঘটনার পরই সেনা এবং স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ অভিযান চালায় পুলওয়ামায়।