কলেজে ইউনিফর্ম! রাজস্থান সরকারের প্রস্তাব ঘিরে বিতর্ক
রাজস্থানের কলেজে চালু হতে পারে ইউনিফর্ম।
নিজস্ব প্রতিবেদন: কলেজ পড়ুয়াদের জন্যেও ইউনিফর্ম। এমনটাই ভাবনাচিন্তা করছে রাজস্থান সরকার। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে স্কুলের পরও ইউনিফর্ম পরতে হবে পড়ুয়াদের। কলেজে 'ড্রেস কোড' নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মতামত চেয়ে পাঠিয়েছে রাজস্থান শিক্ষা দফতর।
বসুন্ধরা রাজে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে কংগ্রেস। তাদের দাবি, ''আরএসএসের কথায় চলছে বিজেপি সরকার। প্রথমে স্কুলপাঠ্য বদল করা হল। পরে স্কুলে গেরুয়া পোশাক পরার নির্দেশিকা জারি করল সরকার। এবার গৈরিকিকরণের মাধ্যমে সবাইকে 'বাবা' বানাতে চায় বিজেপি।''
কংগ্রেসের অভিযোগ উড়িয়ে রাজস্থানের শিক্ষামন্ত্রী কিরেন মাহেশ্বরী বলেন, ''ইউনিফর্মের দাবি তুলেছেন কলেজ পড়ুয়ারাই। পোশাকের রং নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি। এনিয়ে সিদ্ধান্ত নেবেন পড়ুয়ারাই।''
সূত্রের খবর, রাজস্থানের কলেজে জিন্স বা অন্য কোনও পোশাক পরে আর যাওয়া যাবে না। কলেজগুলির মতামত আসার পরই নতুন শিক্ষাবর্ষ থেকে চালু হয়ে যাবে ইউনিফর্ম।