ওয়েব ডেস্ক : নোট বাতিলের পর সবথেকে সমস্যায় পড়েছিল মধ্যবিত্তরা। আজ সকালে বাজেট পেশ করার আগে দেশজুড়ে আবারও সেই আশঙ্কাতেই ভুগছিল মধ্যবিত্তরা। সেই আশঙ্কার আবহেই পেশ হল বাজেট। অবশেষে স্বস্তি। স্বস্তি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ঘোষণা করলেন,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২.৫ লাখ টাকা প‌র্যন্ত বার্ষিক আয়ের ওপর দিতে হবে না কোনও কর


২.৫ লাখ টাকা  থেকে ৫ লাখ টাকা প‌র্যন্ত আয়ের ওপর করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে করা হল ৫ শতাংশ


৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা আয়ের ক্ষেত্রে আয়কর ধার্য করা হয়েছে ২০ শতাংশ


১০ লাখ টাকার ওপর আয়ের ক্ষেত্রে আয়কর করা হল ৩০ শতাংশ


৫০ লাখ থেকে ১ কোটি টাকা প‌র্যন্ত বার্ষিক আয়ের ওপর এবার থেকে দিতে হবে ১০ শতাংশ অতিরিক্ত সারচার্জ


১ কোটির উপর আয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ অতিরিক্ত সারচার্জ  



প্রসঙ্গত এই নতুন কর ব্যবস্থার ফলে দেখা যাচ্ছে-


৩ লাখ টাকা প‌র্যন্ত যাদের বার্ষিক আয়, তাদের ৩ হাজার ৯০ টাকা করে সাশ্রয় হবে


৫ লাখ টাকা প‌র্যন্ত আয়ে বাঁচবে ১২,৮৭৫ টাকা


১০ লাখ টাকা প‌র্যন্ত আয়ে সাশ্রয় হবে ১২,৮৭৫ টাকা


আরও পড়ুন- বাজেট ২০১৭ : একনজরে কীসের কীসের দাম বাড়ল আর কমল


মনে করা হচ্ছে, নোট বাতিলের প্রভাবকে ঢাকতে এবং মধ্যবিত্তদের অসন্তোষ দূর করতেই আয়করে এই ছাড় দেওয়ার পথ হাটলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আয়করে ছাড় পাওয়ায় মধ্যবিত্তের কাছে উদ্বৃত্ত অর্থ থাকবে বলে ধারণা।