নিজস্ব প্রতিবেদন: প্রথা ভাঙলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ব্রিফকেসের পরিবর্তে লাল শালুতে মুড়ে নিয়ে এলেন বাজেট নথি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ আর কিছুক্ষণের মধ্যে সংসদে ২০১৯ সালের সাধারণ বাজেট পেশ করবেন সীতারমন। সকাল সাড়ে দশটা নাগাদ তিনি মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসবেন। এরপর যাবেন রাষ্ট্রপতির কাছে। তারপর সংসদের উদ্দেশ্য রওনা দেবেন তিনি।




এবার বেশকিছু চ্যালেঞ্জের মুখোমুখী নির্মলা সীতারমন। কী সেইসব চ্যালেঞ্জ?


আরও পড়ুন-পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেই অবসর নিচ্ছেন মাশরাফি মোর্তাজা!


গত অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৮%, যা ৫ বছরে সবচেয়ে কম।


২০১৭-১৮ সালে বেকারত্বের হার ৬.১% যা ৪৫ বছরে সবচেয়ে বেশি।


চলতি অর্থবর্ষের প্রথম ২ মাসে রাজকোষ ঘাটতির পরিমাণ, অন্তর্বর্তী বাজেটে ঘাটতির ঘোষিত লক্ষ্যমাত্রার ৫২% ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে।


জুন মাসে সারা দেশে বৃষ্টির ঘাটতি প্রায় ৩৩%। এর প্রভাব পড়বে দেশের অর্থনীতির ওপরে। তবে চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত হচ্ছে গোটা দেশের প্রত্যাশাও।


আরও পড়ুন-গাড়িতে ধাক্কা, খুনের হুমকি! রাতের শহরে মদ্যপদের হাতে হেনস্থার শিকার অভিনেতা


সাধারণ মানুষ চাইছেন করমুক্ত আয়ের উর্ধ্বসীমা বাড়ুক। করের হারে আসুক পরিবর্তন।বাড়ুক করমুক্ত সঞ্চয়ের পরিমাণও। শিল্পমহল চাইছে, সব ক্ষেত্রেই কর্পোরেট করের হার কমিয়ে ২৫% করা হোক এবং তুলে দেওয়া হোক ১৮.৫% ন্যূনতম বিকল্প কর।


প্রবীণ নাগরিকরা চাইছেন, ৫ লাখ টাকা পর্যন্ত আয়ে করের হার হোক শূন্য শতাংশ। কর-মুক্ত স্বাস্থ্যবিমার প্রিমিয়াম ৩০ হাজার টাকা থেকে বেড়ে হোক কমপক্ষে ৪০ হাজার টাকা। সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে সুদের হার ৮.৬% থেকে বেড়ে হোক ৯%। এখন ৪০ হাজারের বদলে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্কের সুদে টিডিএস কাটা বন্ধ হোক। এতসব প্রত্যাশা কতটা মেটাতে সীতারমন পারেন সেটাই দেখার।