Budget 2024: প্রথমবার চাকরিতে যোগদানকারীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা এবারের বাজেটে। এদিন বাজেট বক্তৃতার শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানান, এবারের বাজেটে ৯টি বিষয়ের উপরে জোর দেওয়া হবে। যার মধ্যে অন্যতম শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান। এবারের বাজেটে কর্মসংস্থানে উৎসাহ দিতে ৩টি প্রকল্পের ঘোষণা করেছেন নির্মলা। পাশাপাশি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানান, নতুন চাকরি হলেই এক মাসের বেতন দেবে কেন্দ্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সীতারামণ ঘোষণা করেন, প্রথমবার যারা চাকরিতে যোগ দেবেন, তাঁদের জন্য থাকছে বিশেষ সুবিধা। নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। একমাসের বেতন প্রভিডেন্ট ফান্ডে দেওয়া হবে। ৩ ধাপে প্রভিডেন্ট ফান্ডে এই একমাসের বেতন দেওয়া হবে। ইনসেনটিভের মতো তিনটি ইন্সটলমেন্টে এই বেতন দেওয়া হবে। ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন। 


পাশপাাশি, নির্মলা সীতারামণ আরও জানান, ইপিএফও-র ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ছোটো সংস্থাগুলিকেও ইপিএফ-এর আওতায় আনা হবে। ইপিএফ-এ দেওয়া হবে ভর্তুকি। এর পাশাপাশি, এদিন নির্মলা সীতারামণ আরও ঘোষণা করেন,মহিলাদের কর্মসংস্থানে উত্‍সাহ দিতেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। মহিলাদের জন্য বিভিন্ন স্কিমে বরাদ্দ করা হচ্ছে ৩ লাখ কোটিরও বেশি। 


আরও পড়ুন, Income Tax Slab Change: আয়কর কাঠামোয় পরিবর্তন! মধ্যবিত্তদের জন্য বড় ছাড়...


Budget 2024 Costlier -Cheaper: দাম কমছে সোনা-রুপোর, মোবাইল ফোনের! জীবনদায়ী ওষুধে মিলবে ছাড়...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)