নিজস্ব প্রতিবেদন : আগামী ১ ফেব্রুয়ারি ২০১৮-১৯ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এটাই হবে বর্তমান মোদী সরকারের শেষ বাজেট। পাশাপাশি জিএসটি পরবর্তী ও এটাই প্রথম পূর্ণাঙ্গ অর্থ বাজেট হতে চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, ৩০ জানুয়ারি সংসদের দুই কক্ষে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। এরপর ২০১৭-১৮'র অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হবে ৩১ জানুয়ারি। তারপরই ১ ফেব্রুয়ারি বাজেট বক্তৃতা পেশ করবেন অর্থমন্ত্রী জেটলি।


আরও পড়ুন- মোদীকে মনমোহনী খোঁচা : ভোট পেতে সম্মানজনক পথ ধরুন


দীর্ঘদিনের প্রথা ভেঙে চলতি বছরও ১ ফেব্রুয়ারি ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করেন জেটলি। আগে এই বাজেট পেশ করা হত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। বাজেটে যে প্রস্তাবগুলি দেওয়া হয় তা যাতে ১ এপ্রিল থেকেই লাগু করা যায় তার জন্যই বাজেট পেশের দিন এগিয়ে আনা হচ্ছে বলে দাবি অর্থমন্ত্রীর। শুধু তাই নয়, গত অর্থবর্ষ থেকেই রেল ও সাধারণ বাজেটকে সংযুক্ত করে একটি বাজেট করা হয়েছে।


উল্লেখ্য, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ১৫ ডিসেম্বর থেকে। শেষ হবে ২০১৮-র ৫ জানুয়ারি।


বিশ্লেষকদের মত, জিএসটি পরবর্তী ভারতে অর্থনৈতিক সমীক্ষা বিশেষ তাত্পর্যপূর্ণ হতে চলেছে। বৃদ্ধির হার ও বিভিন্ন ক্ষেত্রে বাজেট ধার্য করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকেই।