সকাল ১১ টায় বাজেট, চ্যালেঞ্জের মুখে জেটলি
বাজেটকে জনমোহিনী করে তোলার চেষ্টা যে থাকবেই, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। অর্থনীতির স্বাস্থ্য যা এতটুকু ক্ষুন্ন না হয়, সে বিষয়ে ইতিমধ্যেই সাবধান করা হয়েছে অর্থনৈতিক মহল থেকে।
নিজস্ব প্রতিবেদন: নর্থ ব্লকের অর্থমন্ত্রক থেকে বেরিয়ে পড়লেন অরুণ জেটলি। বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন বর্তমান এনডিএ সরকারের পঞ্চম বাজেট পেশ করতে গিয়ে রীতিমত চ্যালেঞ্জের মুখে জেটলি এমনটাই মনে করা হচ্ছে।
২০১৯ সালে পরবর্তী লোকসভা ভোট, ফলে এটিই মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই, বাজেটকে জনমোহিনী করে তোলার চেষ্টা যে থাকবেই, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। অন্যদিকে, অর্থনীতির স্বাস্থ্য যা এতটুকু ক্ষুন্ন না হয়, সে বিষয়ে ইতিমধ্যেই সাবধান করা হয়েছে অর্থনৈতিক মহল থেকে।