নিজস্ব প্রতিবেদন: বাইরের রাজ্য থেকে বিপুল টাকা খরচ করে ডিগ্রি নিয়ে বসে রয়েছেন। কিন্তু যে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন তা জাল কিনা জানেন কি? এবার দেশজুড়ে চলতে থাকা ২৩টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন। পশ্চিমবঙ্গেও রয়েছে এমন ২টি বিশ্ববিদ্যালয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ধর্মতলায় ঝাঁঝালো গন্ধের আতঙ্ক! গন্ধের উত্স কোথায়, গ্যাস লিক?


ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। ২৩টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮টি আদিত্যনাথের রাজ্যে। খোদ দিল্লিতে রয়েছে এরকম ৭টি বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গে রয়েছে ২টি, ওড়িশায় ২, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র ও পুদুচেরিতে ১টি করে এরকম বিশ্ববিদ্যালয় রয়েছে।


দেখে নিন বিভিন্ন রাজ্যে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা-


দিল্লি


কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ


ইউনাইটেড নেশনস উইনিভার্সিটি, দিল্লি


ভোকেশনাল ইউনির্ভাসিটি, দিল্লি


এডিআর-সেন্ট্রাল জুরিডিক্যাল ইউনিভার্সিটি, দিল্লি


ইন্ডিয়ান ইনস্টিটিউশন অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নয়া দিল্লি


বিশ্বকর্মা ওপেন ইউনির্ভাসিট ফর সেলফ এমপ্লয়মেন্ট


আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, দিল্লি


উত্তরপ্রদেশ


বর্ণসেরা সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বারাণসী


মহিলা গ্রাম বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়, প্রয়াগরাজ


ন্যাশানাল ইউনিভার্সিটি অব ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর


গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগরাজ


নেতাজি সুভাষচন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটি, আলিগড়


উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, মথুরা


মহারাণা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্বিবদ্যালয়, প্রতাপগড়


ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, নয়ডা


আরও পড়ুন-সাতসকালে স্কুলের তালা খুলতেই থ, উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ


কর্ণাটক


বাদাগানভি সরকার ওয়াল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, বেলগাম


কেরল


সেন্ট জোনস বিশ্ববিদ্যালয়



মহারাষ্ট্র


রাজা এরাবিক ইউনিভার্সিটি নাগপুর


পশ্চিমবঙ্গ


ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন, কলকাতা


ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ঠাকুরপুকুর, কলকাতা


ওড়িশা


নবভারত শিক্ষা পরিষদ, অন্নপূর্ণা ভবন


নর্থ ওড়িশা ইউনির্ভাসিটি অব এগরিকালচার অ্যান্ট টেকনোলডি, বারিপোদা


পুদুচেরি


শ্রী বোধি অ্যাকাডেমি অব হায়ার এডুকেশন, পুদুচেরি