ওয়েব ডেস্ক: এই পুজোয় কী জম্মু-কাশ্মীর যাওয়ার প্ল্যান করেছেন?কিংবা হয়তো অলরেডি ভূ স্বর্গ থেকে ঘুরে এসেছেন। কিন্তু জানেন কী আমাদের দেশের এই সুন্দর রাজ্যের বেশ কিছু তাক লাগিয়ে দেওয়া তথ্য  আছে, সেগুলি এক নজরে--


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের একটা অঙ্গরাজ্য হলেও জম্মু- কাশ্মীরের পৃথক নিজস্ব পতাকা রয়েছে।  জম্মু- কাশ্মীরের পাশাপাশি কর্ণাটক, মনিপুরের আলাদা পতাকা রয়েছে।



 


এ রাজ্যের মহিলারা অন্য রাজ্যে বিয়ে করলে তাদের জম্মু-কাশ্মীরের নাগরিকত্ব খারিজ হয়ে যায়। কিন্তু সেই মহিলা যদি পাকিস্তানে বিয়ে করেন, তবে তাদের জম্মু-কাশ্মীরের নাগরিকত্ব বজায় থাকে


 



জম্মু-কাশ্মীরের নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব আছে। এখানকার আলাদা সংবিধান রয়েছে


ভারতের রাজ্য হলেও এখানকার বিধানসভার মেয়াদ ৫ নয় ছ বছরভারতের মাত্র তিনটে রাজ্যের আলাদা পতাকা রয়েছে। মানে এখানকার মুখ্যমন্ত্রীরা ৬ বছরের জন্য নির্বাচিত হন।


জাতীয় পতাকার অবমাননাকে এখানে অপরাধ হিসেবে গন্য করা হয় না।


জম্মু-কাশ্মীরের দুটো রাজধানী। শীতকালে জম্মু, গরমকালে শ্রীনগর।


সুপ্রিম কোর্টের রায় এখানে সবক্ষেত্রে প্রযোজ্য নয়।


জম্মু কাশ্মীরের সাক্ষরতার হার ভারত-পাকিস্তানের শিক্ষার হারের চেয়ে বেশি।