নিজস্ব প্রতিবেদন: দুর্ঘটনায় গুরুতর আহত উন্নাও ধর্ষণ কাণ্ডের নিগৃহীতা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর, রবিবার দুপুরে উন্নাওয়ে বাড়ি থেকে রায়বরেলির জেলা কারাগারে যাওয়ার পথে নিগৃহীতা যে গাড়িতে ছিলেন, সেই গাড়িতে এসে প্রচণ্ড জোরে ধাক্কা মারে একটি ট্রাক। এই ঘটনায় মৃত্যু হয়েছে নিগৃহীতার দুই কাকিমার। ওই একই গাড়িতে ছিলেন ধর্ষণ মামলায় নির্গিহীতার আইনজীবীও। এই দুর্ঘটনায় তিনিও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। অন্য একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে যাবজ্জীবনের সাজা পেয়ে রায়বরেলির জেলা কারাগারে রয়েছেন নিগৃহীতার এক কাকা। জানা গিয়েছে, তাঁর সঙ্গে দেখা করতেই সকলে সেখানে যাচ্ছিলেন।


২০১৭-এ এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জেল হাজতে সাজা কাটছেন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। উন্নাও ধর্ষণ কাণ্ডের নিগৃহীতা জানান, চাকরি পাওয়ার আশায় তিনি এই বিধায়কের বাড়িতে গিয়েছিলেন। নিগৃহীতার অভিযোগ, সে সময় ওই বিধায়ক তাঁকে ধর্ষণ করেন। এর পর বার বার পুলিসে অভিযোগ জানাতে গেলেও কোনও লাভ না হওয়ায় ২০১৮-এর ৮ এপ্রিল নিগৃহীতা ও তাঁর মা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করেন। তার পরই বিষয়টি প্রকাশ্যে আসে।


আরও পড়ুন: হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে কালিমালিপ্ত করতেই গণপিটুনি! সতর্ক থাকার বার্তা দিলেন মোহন ভগবত্


এই দুর্ঘটনায় বেশ কয়েকটি বিষয়ে রহস্য দানা বেঁধেছে। যেমন, নিগৃহীতা ও তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য যে রক্ষীদের দেওয়া হয়েছে, দুর্ঘটনার দিন তাঁরা ছিলেন না। তাছাড়া, যে ট্রাকটি রবিবার নিগৃহীতার গাড়িতে ধাক্কা মারে, সেটির নম্বরপ্লেটে কালো রং করা ছিল। পুলিস জানিয়েছে, ঘাতক ট্রাকের চালক ও তার মালিককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস।