নিজস্ব প্রতিবেদন: করোনা অতিমারীর মধ্যেই জনজীবন স্বাভাবিক করতে আগামিকাল থেকে শুরু হচ্ছে আনলক ৫.০। এনিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রের নতুন নির্দেশিকায় সাত মাস পর কিছুটা স্বস্তি ফিরল বিনোদন জগতে। কারণ ১৫ অক্টোবর থেকে করোনা বিধি মেনে খোলা যাবে সিনেমা হল, মাল্টিপ্লেক্স ও থিয়েটার। তবে ওইসব সিনেমা হল বা মাল্টিপ্লেক্স হতে হবে কনটেনমেন্ট জোনের বাইরে। আরও একটি নির্দেশ হল মাত্র ৫০ শতাংশ দর্শক নিতে পারবে হলগুলি। এনিয়ে পৃথক নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছে সরকার।


আরও পড়ুন-জিভ ছিঁড়ে নিলেও প্রতিবাদ কিন্তু বন্ধ হবে না!


উল্লেখ্য দেশে সাড়ে নয় হাজার সিনেমা হল থেকে আয় হয় ৩০ কোটি টাকা।  সেসব গত কয়েকমাস ধরে বন্ধ। একথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ১ অক্টোবর থেকে সিনেমা হল খোলার কথা বলেছিলেন।  তবে তা করতে হবে করোনা স্বাস্থ্য বিধি মেনে।


সিনেমা হল খুললেও আন্তর্জাতিক বিমান সফর ও বিনোদন পার্কের ওপরে ৩১ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা থাকছে। 


অন্যদিকে, কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ধাপে ধাপে স্কুল খোলা যেতে পারে ১৫ অক্টোবরের পরে।  সেক্ষেত্রে  শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে প্রশাসন। এছাডা়ও নির্দেশিকায় বলা হয়েছে-


 যেসব স্কুলে অনলাইন ক্লাস চালু রয়েছে সেখানে পড়ুয়ারা যদি চায় তাহলে তারা স্কুলে নাও আসতে পারে।


পড়ুয়ারা স্কুলে আসতে পারে তাদের অভিভাবকদের লিখিত অনুমতি  নিয়ে।


স্কুলগুলির জন্য করোনা সতর্কতা বিধি তৈরি করবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন।


রাজ্যের জারি করা স্বাস্থ্যবিধি মানতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে।


কলেজ ও অন্য়ান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেবে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।


আরও পড়ুন-কেউ 'চেয়ার ছাড়া' করতে পারবে না, কাজের শেষ দিনে হেসে বললেন বিদায়ী মুখ্যসচিব


বিনোদন ও শিক্ষাক্ষেত্র ছাড়াও অন্যান্য ক্ষেত্রে নির্দেশিকা-


প্রশিক্ষণের জন্য সুইমিং পুল খোলা যাবে। 


কনটেনমেন্ট জোনের বাইরে জমায়েতের ক্ষেত্রে আগেই ১০০ জন জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। ১৫ অক্টোবরের পরে জমায়েতে লোকসংখ্যা বাড়ানো যায় কিনা তার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।


কনটেনমেন্ট জোনগুলিতে কঠোরভাবে লকডাউন বলবত থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত।


কনটেনমেন্ট জোন ঠিক করবে জেলা প্রশাসন।


কনটেনমেন্ট জোনের বাইরে কোনও লকডাউন ঘোষণা করতে পারবে না রাজ্যগুলি।