নিজস্ব প্রতিবেদন: মহিলাদের জন্য বড় খবর। সংরক্ষণের ক্ষেত্রে মহিলাদের জন্য এবার বড়সড় সুযোগ দিতে চলেছে রেল।
ট্রেনের সংরক্ষণ না হওয়া বার্থ এবার দিয়ে দেওয়া হবে ওয়েটিং লিস্টে থাকা মহিলা যাত্রীদের। তার পরে আসন খালি থাকলে তা দেওয়া হবে বয়স্কদের। এমনই সিদ্ধন্ত নিল রেল।
সম্প্রতি রেলে সবকটি জোনের কমর্শিয়াল ম্যানেজারদের কাছে এই মর্মে একটি নির্দেশিকা এসে পৌঁছে গিয়েছে। সেথানে বলা হয়েছে রেলের সংরক্ষণ তালিকা তৈরির সময়ে খালি থাকা বার্থগুলি মহিলা যাত্রীদের দিয়ে দেওয়া হবে। এর জন্য একটি নতুন তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন-দ্বিতীয়বারও মেয়ে হল বউমার! তাই বড় নাতনির মাথা ফাটাল দাদু
ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও বার্থ যদি খালি থাকে তাহলে টিটি সেই বার্থ কোনও মহিলা অথবা কোনও বয়স্ক যাত্রীকে দিয়ে দিতে পারবেন। উল্লেখ্য, বর্তমানে ট্রেনে আসন সংরক্ষণের ক্ষেত্রে প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের বেশি বয়সের মহিলারা বিশেষ সুবিধা পেয়ে থাকেন।
এদিকে, এবছর মার্চ মাস থেকেই চালু হচ্ছে পেপারলেস ব্যবস্থা। এই ব্যবস্থা অনুযায়ী, নয়াদিল্লি, হজরত নিজামুদ্দিন, মুম্বই সেন্ট্রাল, সিএসটি, চেন্নাই সেন্ট্রাল, হাওড়া ও শিয়ালদা স্টেশনে আর সংরক্ষণের তালিকা রেলের কামরার গায়ে সেঁটে দেওয়া হবে না। পরিবর্তে সংরক্ষণ সংক্রান্ত সব খবর চলে যাবে যাত্রীদের মোবাইলে।