ওয়েব ডেস্ক: "দয়া করে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে নাক গলাবেন না", আজ উত্তরপ্রদেশের বিজেপি সাংসদদের এমনটাই উপদেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষত, পুলিস অফিসারদের বদলি ইত্যদি বিষয়ে অকারণ জড়িয়ে পড়তে নিষেধ করেছেন মোদী। তাঁর সাফ কথা, নিজেদের সাংসদ এলাকার উন্নয়নের ক্ষেত্রেও যেন 'সবকা সাথ, সবকা বিকাশ'-এর আদর্শের কথা সকলের মনে থাকে।


প্রসঙ্গত, 'মিনি ভারত' হিসাবে পরিচিত উত্তরপ্রদেশে প্রশাসনিক ক্ষেত্রে যে মোদী সম্পূর্ণরূপে যোগী আদিত্যনাথের উপরই ভরসা করছেন তা পরিষ্কার আজকের এই 'উপদেশে'র মধ্যে দিয়ে বলে মত বিজেপির একাংশের। কারণ আগামী লোকসভা নির্বাচনকে ইতিমধ্যেই পাখির চোখ করে এগোতে শুরু করে দিয়েছে 'শৃঙ্খলাপরায়ন' বিজেপি। আর সেই নির্বাচনে ভাল ফল করার জন্য ইউ.পি.-তে সুশাসনকেই ইউ.এস.পি করতে চাইছে গেরুয়া শিবির। তাই কোনভাবেই যাতে সাংসদরা রাজ্যের আইন শৃঙ্খলাকে 'প্রভাবিত' করে দলের মুখ পোড়ানোর ব্যবস্থা না করেন তা দ্বর্থহীন ভাষায় বুঝিয়ে দেন নমো। (আরও পড়ুন- যোগী আদিত্যনাথকে আইসিসের হুমকি চিঠি)