নিজস্ব প্রতিবেদন: নিজের কেন্দ্রেই এমন পরাজয়! প্রত্যাশা করতে পারেননি যোগী আদিত্যনাথ। অতিরিক্ত আত্মবিশ্বাসের দাম দিতে হয়েছে বলে মনে করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথ বলেন, ''নির্বাচনের আবহে এসপি, বিএসপি ও কংগ্রেস জোট করার সিদ্ধান্ত নেয়। আমরা ওদের শক্তি বুঝতে ব্যর্থ হয়েছি। যাই হোক, অতিরিক্ত আত্মবিশ্বাসও হারের কারণ।'' উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কথায়,''অচ্ছে দিন আনতে ব্যর্থ হয়েছে বিজেপি। তাদের বিরুদ্ধে একজোট হয়েছেন উত্তরপ্রদেশের মানুষ।''      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৫ বার টানা গোরক্ষপুর থেকে সাংসদ হয়েছেন যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী হওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই গোরক্ষপুরই হাতছাড়া হল যোগীর। সপা-বসপার নির্বাচনী আঁতাঁত বাধা হয়ে দাঁড়াল। তা মেনে নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও। যোগী আদিত্যনাথের কটাক্ষ, ''এটা জোট নয়, বরং দর কষাকষি হয়েছে। উন্নয়নে বাধা দিতেই এমনটা করেছে ওরা। আমাদের রণনীতি তৈরি করতে হবে।'' 



গতবছর বিধানসভায় ভরাডুবির পর এই জয় অক্সিজেন দিয়েছে অখিলেশ যাদবকে। মায়াবতীর হাত ধরে জেতার পর তিনি বলেন, ''মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে নিয়ে ক্ষুব্ধ মানুষ। জনতাকে কষ্ট দেওয়ার জবাব পেয়েছে এই সরকার। অচ্ছে দিন তো আর এল না। এবার বিজেপির খারাপ দিন আসতে চলেছে।''



আরও পড়ুন- কংগ্রেসের জামানত জব্দ হলেও যোগীর রাজ্যে বিজেপির হারে উল্লসিত রাহুল