নিজস্ব প্রতিবেদন: রাজনীতিতে একটা কথা প্রচলিত রয়েছে 'দিল্লির রাস্তা নাকি উত্তরপ্রদেশ হয়ে যায়'। মানে দেশের রাজধানীতে কোন দল ক্ষমতায় থাকবে , তা নাকি উত্তরপ্রদেশের উপর নির্ভর করে? যে দল লখনউয়ের ক্ষমতা দখল করতে পারে, সেই দল নাকি দিল্লিতে শাসককায়েম করার দিকে সবচেয়ে এগিয়ে থাকে। তাই ২০২৪-এর লোকসভা ভোটের আগে সকলের চোখ আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনের (UP Election 2022) দিকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেখানকার মানুষের মন বোঝার চেষ্টা করল Zee News। 'জনতা কা মুড' (Janta Ka Mood) ওপিনিয়ন পোলের (UP Election 2022 Opinion Poll) মাধ্যমে মানুষের মন বোঝার চেষ্টা করল Zee News-Design Boxed। ১১ লক্ষ মানুষের উপর ১০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে এই সমীক্ষা করা হয়েছে।


২০১৭-র বিধানসভা ভোটে উত্তরপ্রদেশে বিজেপি-জোটসঙ্গীরা পেয়েছিল ৩১২টি আসন। সমাজবাদী পার্টি ৪৭, কংগ্রেস ৭ এবং বিএসপি ১৯ টি আসন পেয়েছিল। একক বৃহত্তর রাজনৈতিক দল হয় বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। 


Zee News-Design Boxed-এর ওপিনিয়ন পোল 'জনতা কা মুড' (Janta Ka Mood) কী বলছে ?


১) ২০২২-এ উত্তরপ্রদেশে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে?


BJP+: ৪১% 
SP+: ৩৪%
BSP: ১০%
CONG: ০৬%
OTH: ০৩%


২) ২০২২-এ উত্তরপ্রদেশে কোন দল কত আসন পেতে পারে?


BJP+: ২৪৫-২৬৭
SP+: ১২৫-১৪৮
BSP: ৫-৯
CONG: ৩-৭
OTH: ২-৬


২০১৭-র তুলনায় এবার উত্তরপ্রদেশে বিজেপির আসন কমতে পারে ৪৫-৬৭টি। উল্টে সমাজবাদী পার্টি আসন বাড়তে পারে ৭৮-১০১টি। বিএসপির ৪টি, কংগ্রেসের ১০-১৪টি এবং অন্য়ান্যদের ১২-১৬টি করে আসন কমতে পারে।


৩) মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেশি পছন্দ?


যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)- ৪৭%
অখিলেশ যাদব (Akhilesh Yadav)- ৩৫%
মায়াবতী (Mayawati)- ০৯%
প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)- ০৪%


তার মানে, Zee News-Design Boxed-এর 'জনতা কা মুড' (Janta Ka Mood) ওপিনিয়ন পোল (UP Election 2022 Opinion Poll) বলছে আসন কমলেও উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি (BJP)। আসন বাড়িয়ে জোরদার বিরোধী হিসেবে বিধানসভায় প্রবেশ করতে পারে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। 


আরও পড়ুন: UP Election 2022 Result Opinion Poll: পশ্চিম উত্তরপ্রদেশে যোগী-অখিলেশ জোর টক্কর, অবধে গেরুয়া ঝড়ের সম্ভাবনা


আরও পড়ুন: বেঙ্গালুরুর আকাশে মুখোমুখি সংঘর্ষ পরিস্থিতি ২ বিমানের! ৪২৬ যাত্রীকে বাঁচিয়ে 'নায়ক' ইনি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)