জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্ষমতায় আসার পর থেকে নামকরা জায়গা, সৌধের নাম বদল অভিযানে নেমেছে যোগী সরকার। এলাহাবাদের নাম বদলে করে দেওয়া হয়েছে প্রয়াগরাজ, গুড়গ্রাম হয়েছে গুরুগ্রাম, ফৈজাবাদের নাম হয়েছে অযোধ্যা। পরিকল্পনায় রয়েছে আলিগড় ও গাজিয়াবাদ। জানা যাচ্ছে বদল হচ্ছে দিল্লি ঘেঁসা গাজিয়াবাদের নাম। নতুন নাম হতে পারে গজনগর বা হরনন্দিনগর। শেষপর্যন্ত নাম কী হবে তা ঠিক করবে গাজিয়াবাদ পুরসভা। ওই দুটি নাম সুপারিশ করেছে পুরসভার বিজেপি কাউন্সিলর সঞ্জয় সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিপদসীমার একেবারে কাছাকাছি, সব রেকর্ড ভেঙে দিল ২০২৩ সালে বিশ্বের তাপমাত্রা


কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর মুঘলদের দেওয়া সব নামধামের উপরে তীব্র ক্ষোভ উগরে দেয় গেরুয়া শিবির। সেভাবেই দেশের বিভিন্ন জায়গায় নাম বদল হয়েছে একাধিক জায়গার। ইতিহাস বলে গাজিয়াবাদ প্রতিষ্ঠা হয়েছিল গাজিউদ্দিননগর নামে। সালটা ১৭৪০। ১৮৬৪ সালে ওই বড় নামটি ছোট করে ব্রিটিশরা করে দেয় গাজিয়াবাদ। গাজিয়াবাদের মেয়র সুনিতা দয়াল বলেন, নাম বদলের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিষয়টি একজিকিউটিভ লেভেলে আলোচনা হচ্ছে।


গাজিয়াবাদের নাম বদলের দাবির সক্ষে যারা সওয়াল করেছেন তাদের মদ্যে রয়েছেন পুরসভার  বিজেপি কাউন্সিলর সঞ্জয় সিং ও দুধেশ্বরনাথ মন্দিরের প্রধান পুরোহিত মোহন্ত নারায়ণ গিরি। এনিয়ে তিনি যোগী আদিত্যনাথের কাছে একটি দাবিপত্র জমা দেন। দাবি করেন গাজিয়াবাদের নাম হওয়া উচিত গজনগর, হরননন্দিনগর কিংবা দুধেশ্বরনাথ নগর। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)