UP Police: স্নানের ভিডিয়ো করছে কেউ, বেরিয়ে আসতেই নার্সের হাতে পাকড়াও পুলিস কনস্টেবল
UP Police: ঘটনার পর থেকে পলাতক ওই কনস্টেবল। তবে তার ফোনটি হাতে এসেছে পুলিসের। সেটিকে ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। নির্যাতিতা নার্সের দাবি, ফোন কাড়কাড়ির সময় ভিডিয়ো মুছে ফেলেছেন ওই কনস্টেবল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যে মহিলাদের আব্রু রক্ষার কথা পুলিসের, সেই পুলিসই অন্য ভূমিকায়! যোগীরাজ্যে সাসপেন্ড এক পুলিস কনস্টেবল। মোরাদাবাদ জেলা হাসপাতালে তিনি স্নানরত এক নার্সের ভিডিয়ো করছিলেন বলে অভিযোগ। সেই নার্স অভিযোগ আনতেই ওই পুলিস কনস্টবলকে বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন-সল্টলেকে বিজেপির সদর দফতরে বিক্ষোভ দলের কর্মী-সমর্থকদের...
পুলিসের ওই কনস্টেবলের ডিউটি পড়েছিল মোরাদাবাদ হাসপাতালে। তাঁর স্ত্রীও ওই হাসপাতালের নার্স। ফলে তিনি ছিলেন ওই হাসপাতালের নার্স কোয়ার্টারে। মঙ্গলবার ওই নার্স যখন স্নান করছিলেন তখন মোবাইল ফোনে সেই ভিডিয়ো করছিলেন অভিযুক্ত পুলিসকর্মী। নার্সের দাবি, তিনি হঠাত্ লক্ষ্য করেন উপর থেকে হাতে মোবাইল ফোন ধরে কেউ তাঁর স্নানের দৃশ্যের ভিডিয়ো করছেন। তিনি সঙ্গেসঙ্গেই বাইরে বেরিয়ে এসে দেখার চেষ্টা করেন কে ওই ভিডিয়ো করছে। কিন্তু দরজা ছিল বাইরে থেকে বন্ধ। তখন তিনি অন্য এক মহিলাকে দরজা খুলে দিতে বলেন। তিনি দরজা খুলে দিলে দেখেন করিডোরে ওই পুলিস কনস্টেবল দাঁড়িয়ে। তাঁর হাতে মোবাইল ফোন। তিনি ওই পুলিস কর্মীর মোবাইল ফোন দেখতে চান। কিন্তু তা না দেখিয়ে নার্সকে ধাক্কা মেরে বেরিয়ে যান। তারপরই ওই নার্স সিভিল লাইনস পুলিস স্টেশনে গিয়ে এফআইআর করেন।
এদিকে, ওই ঘটনার পর থেকে পলাতক ওই কনস্টেবল। তবে তার ফোনটি হাতে এসেছে পুলিসের। সেটিকে ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। নির্যাতিতা নার্সের দাবি, ফোন কাড়কাড়ির সময় ভিডিয়ো মুছে ফেলেছেন ওই কনস্টেবল। মোরাদাবাদ পুলিস জানিয়েছে, অভিযুক্ত পুলিস কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। জেলা পুলিস সুপারের কাছে পাঠানো হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)