ওয়েব ডেস্ক:দু কিলোমিটার পায়ে হেঁটে তবে পৌছতে হয় স্কুলে। বেশিরভাগ দিন সঠিক সময়ে স্কুলেই পৌঁছানো যায় না। স্কুল যাওয়ার পথে রেললাইন পেরোতেও  বিপত্তির সীমা নেই। প্রয়োজন একটা রেল সেতুরও। তবে দোরে দোরে ঘুরেও হয়নি সমস্যার সুরাহা। প্রধানমন্ত্রীকে জানালে উপায় হতে পারে। একথা ভেবেই মোদীকে চিঠি পাঠায় উত্তরপ্রদেশের নয়ন সিনহা্‌। আর ১১ বছরের নয়নের চিঠি পেয়েই নড়েচড়ে বসেছে প্রধানমন্ত্রীর দফতর। ওপরতলা থেকে নির্দেশ আসতেই একেবারে নয়নের কাছে পৌছেছেন রেলের আধিকারিকরা।


নয়ন সিনহা্  উত্তরপ্রদেশের উননাও জেলার চন্দ্রশেখর আজাদ ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র।