ওয়েব ডেস্ক: সমঝোতার পথে হাঁটতে গিয়ে বার বার ধাক্কা খেয়েছে দিল্লি। উরি কাণ্ডের পর পাকিস্তানকে কূটনৈতিক সবক শেখাতে কড়া পদক্ষেপের পথে ভারত। পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলনে সম্ভবত থাকবেন না প্রধানমন্ত্রী। সার্ক সম্মেলনে ঘিরে অনিশ্চয়তা দেখা দেওয়ায় চরম অপ্রস্তুত পাকিস্তান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কখনও বিদেশের মাটিতে হ্যান্ড শেক। কখনও লাহোর দাওয়াত। ক্ষমতায় আসার পর বার বার পাকিস্তানের দিকে মৈত্রীর হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  কিন্তু শান্তি প্রক্রিয়া গতি পাওয়ার আগেই মুখ থুবড়ে পড়েছে। কখনও বাদ সেধেছে পাক ভুখণ্ডে আশ্রিত জঙ্গিরা। কখনও বাধা হয়ে দাঁড়িয়েছে খোদ পাকিস্তান।


ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জয়েশ-এ-মহম্মদ জঙ্গিরা। দ্বিপাক্ষিক সম্পর্কে জোর ধাক্কা লাগে। পাক জঙ্গি হামলার স্বপক্ষে দিল্লি প্রমাণ দিলেও, তা উড়িয়ে দেয় ইসলামাবাদ।


হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে অশান্তির আগুনে পুড়ছে উপত্যকা। অশান্তির পিছনে পাক ইন্ধনের প্রমাণ দিয়েছে ভারত। পাল্টা সুর চড়িয়েছে পাকিস্তান। কখনও মৃত জঙ্গিকে শহিদ তকমা দিয়ে, কখনও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসলামাবাদ। সেই বাগযুদ্ধ চলছেই।


উত্তপ্ত কূটনৈতিক পরিস্থিতিতে সেনাঘাঁটিতে হামলায় চূড়ান্ত তিক্ততা দ্বিপাক্ষিক সম্পর্কে। উরি হামলার জন্য সরাসরি পাকিস্তানকেই দায়ী করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলেছেন রাজনাথ সিং। জবাবে পাল্টা দোষারোপই হাতিয়ার পাকিস্তানের। পাক প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের দাবি, বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে নজর ঘোরাতে এটা ভারতের মরিয়া চেষ্টা।-সরতাজ আজিজ, পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা উরির হামলাকারীরা পাক জঙ্গি গোষ্ঠী জয়েশের সদস্য। নিশ্চিত ভারত। তথ্য প্রমাণ জোগাড় করে ডসিয়র তৈরির কাজ শুরু করেছে দিল্লি। পাশাপাশি আন্তর্জাতিক ম়ঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে তত্‍পর কেন্দ্র।


নভেম্বর মাসে ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন। উরি কাণ্ডের জেরে সেই সম্মেলনই এখন অনিশ্চিত। ইসলামাবাদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভারত অনিশ্চিত। সার্ক শীর্ষ সম্মেলনে সম্ভবত পাকিস্তান যাচ্ছে না বাংলাদেশ এবং আফগানিস্তান। তেমনটা হলে, কূটনৈতিক স্তরে পাকিস্তানকে একঘরে করার ভারতের প্রচেষ্টা অনেকটাই সফল হবে।