ওয়েব ডেস্ক: দায়িত্ব নিয়েই সুদের হার কমালেন রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর উর্জিত প্যাটেল। সুদের হার কমল শুন্য দশমিক দুই পাঁচ শতাংশ। প্যাটেলের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই তেজি হয়ে উঠল শেয়ার বাজার। একধাক্কায় সেনসেক্স বেড়ে গেল একশো পয়েন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন খারাপ ক্যাপ্টেনরা কীভাবে কত প্রতিভাবান মানুষের জীবনটা নষ্ট করে দেয়


নতুন গভর্নরের নেতৃত্বে আর্থিক নীতি পর্যালোচনা কমিটির এই সিদ্ধান্তের ফলে রেপো রেড কমে হয়েছে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ। একই ভাবে রিভার্স রেপো রেড কমে হয়েছে পাঁচ দশমিক সাত পাঁচ শতাংশ। এই বিষয়ে বলার যে, গত ছয়মাসে এই প্রথম সুদের হার কমালো রিজার্ভ ব্যাঙ্ক।


আরও পড়ুন কেন্দ্রের তরফে সার্জিকাল স্ট্রাইকের প্রমাণ দেওয়া প্রয়োজন, দাবি উঠল ঘর থেকেই