নিজস্ব প্রতিবেদন : পাঁচ মাস কাটতে না কাটতেই মোহভঙ্গ! কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা মাতণ্ডকর । লোকসভা ভোটের আগে ঘটা করে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী। মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে নির্বাচনী লড়াইয়ে ময়দানে নামেন বি-টাউনের গ্ল্যামার গার্ল। কিন্তু ভোটে হেরে যান তিনি । লোকসভা নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতা নিয়ে ফাঁস হওয়া চিঠি প্রসঙ্গেও নিজের হতাশা এদিন লুকিয়ে রাখতে পারেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



তিনি বলেন, "আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে পদত্যাগ করেছি। প্রথমবার এই পদত্যাগের চিন্তা আমার মাথায় আসে, যখন ১৬ মে মুম্বাইয়ের তত্কালীন কংগ্রেস সভাপতি মিলিন্দ দেওরাকে লেখা আমার চিঠির কোনও পদক্ষেপ করা হয়নি। আমি কিন্তু বার বার চেষ্টা করেছিলাম। তারপরই আমার মধ্যে আরও হতাশা জন্মায়। যখন এই গোপন চিঠি গণমাধ্যমের কাছে প্রকাশ্যে নিয়ে আসা হয়, অর্থাত্ ফাঁস করা হয়। আমার মতে, এটা বিশ্বাসঘাতকতা।"


 



সেই সঙ্গে তিনি আরও বলেন, "আমি আমার সমস্ত চিন্তাভাবনা, আদর্শ এবং সততার সঙ্গে জণগণের জন্য কাজ করে যাব। যাঁরা আমার সমর্থনমে ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। আমি মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।"


আরও পড়ুন - বৃদ্ধ সেজে নিউ ইয়র্ক পালাতে গিয়ে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার ৩২ বছরের যুবক!