ওয়েব ডেস্ক : পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে হামলার ছক কষেছিল পাকিস্তান। এবার প্রমাণ পাওয়া গেল আমেরিকার গোয়েন্দা রিপোর্টে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল মার্কিন প্রশাসনের পক্ষ তেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। হাজার পাতার সেই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে ভারতের হাতে। সেখানে পাক লিঙ্কম্যান কাসিফ জানের সঙ্গে ৪ হামলাকারীর কথাবার্তার রেকর্ড রয়েছে। ওই হামলাকারীরা পরে সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে মারা যায়।


আরও পড়ুন- ISIS স্লোগানের জন্য দ্রুত অবতরণ করল ভারতীয় বিমান


রিপোর্টে আরো বলা হয়েছে পাঠানকোট হামলার মতো ২০০৮ সালেও জঙ্গি নেতারা মুম্বই হামলার ছক কষেছিল পাকিস্তানে বসে। বলা হয়েছে পাঠানকোটে হামলার সঙ্গে জড়িত ছিল ৪ জইশ জঙ্গি। তাদের বাড়ি পাকিস্তানের সিন্ধু প্রদেশে। পাঠানকোট হামলার সময়ে টানা ৮০ ঘণ্টা পাকিস্তানে জঙ্গিগোষ্টির নেতাদের সঙ্গে তাদের যোগ ছিল।


এদিকে NIA রিপোর্টে বলা হয় হামলার আগে অপহরণ করা হয়েছিল এসপি সলবিন্দর সিংকেও। তার পরই একটি মোবাইল নম্বর থেকে তারা পাকিস্তানের সঙ্গে কথা বলতে থাকে।


শুধু ফোনই নয় হোয়াটসঅ্যাপও ব্যবহার করা হত দু'পক্ষের মধ্যে। আর এখন এই সমস্ত তথ্যই খতিয়ে দেখছে গোয়েন্দারা।