নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি কোনও কূটনৈতিক দ্বন্দে জড়িয়ে পড়তে চলেছে ভারত? এমনকি এক সম্ভাবনা তৈরি হয়ে গেল মার্কিন নৌসেনার এক পদক্ষেপে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের অনুমতি ছাড়াই লাক্ষাদ্বীপ উপকূলের কাছাকাছি ভারতের বিশেষ অর্থনৈতিক জোনে ঢুকে মহড়া চালাল মার্কিন রণতরী। মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম পদক্ষেপে ক্ষুব্ধ ভারতের একাধিক মহল। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক আইন মেনেই ওই মহড়া চালানো হয়েছে।


আরও পড়ুন-চতুর্থ দফার ভোট, রাজ্যের ৫ জেলায় ৪৪টি আসনে মুখোমুখি সমরে বিজেপি-তৃণমূল


মার্কিন নৌসেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, লাক্ষাদ্বীপের ১৩০ নটিক্যাল মাইল পশ্চিমে ওই মহড়া চালানো হয়েছে। ভারতের অর্থনৈতিক জোনে ওই মহড়া চালানো হলেও এর জন্য ভারতের অনুমতি নেওয়া হয়নি। তবে আন্তর্জাতিক আইন মেনেই তা করা হয়েছে।


দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের বাড়াবাড়ি রোখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে এনিয়ে কথাও হয়েছে দুদেশের মধ্য়ে। তার মধ্যেই এরকম পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র(USA) কেন নিল তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিদেশ মন্ত্রকের তরফে এনিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।


আরও পড়ুন- গুরুত্ব দিয়ে দেখা উচিত নির্বাচন কমিশনের, Zee ২৪ ঘণ্টার উপরে হামলার নিন্দায় Shah 


উল্লেখ্য, কোনও দেশের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত কোনও দেশের অর্থনৈতিক জোন বলে ধরা হয়। ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপরে অধিকার সংশ্লিষ্ট দেশের। ফলে এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল প্রকাশ সিং। টুইটে তাঁর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ওই মহড়ার মধ্যে কী বার্তা দিতে চাইছে?