ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ রাতে টেলিফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে রাত এগারোটায় দুই রাষ্ট্রনেতার কথা হবে। শপথ নেওয়ার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ট্রাম্প। এর আগে কানাডার প্রধানমন্ত্রী, ইজরায়েলের প্রধানমন্ত্রী এবং মিশনের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন ট্রাম্প।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বাজেটে পাঁচ রাজ্যের জন্য নতুন কোনও প্রকল্প বা বিশেষ ঘোষণা করতে পারবে না কেন্দ্র


নির্বাচনী প্রচারে বারবার ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার কথা বলেছেন ট্রাম্প। বারবার দাবি করা হয়, ট্রাম্প জমানাতেই দুই দেশের বন্ধুত্ব শিখরে পৌছবে। নরেন্দ্র মোদীকেও সেই আশা নিয়েই টুইট করতে দেখা গিয়েছে।দুদেশের সম্পর্ক কোন পথে এগোবে, তার প্রথম পদক্ষেপ আজ রাতেই।


আরও পড়ুন  সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তার বিরুদ্ধেই এবার সিবিআই তদন্তের নির্দেশ