নিজস্ব প্রতিবেদন: পুনেতে বোরখা পরা এক মহিলা চিকিৎসকের ওপর হামলা চালালেন এক মার্কিন নারী। ঘটনার পর মার্কিন ওই মহিলার বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চিকিৎসক। পুনের ক্লোভার সেন্টার মার্কেটে এই ঘটনা ঘটেছে। আক্রমণকারী মার্কিন নাগরিক মানসিক অসুস্থতায় ভুগছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



পুলিস জানিয়েছে, পুনে ক্যান্টনমেন্ট এলাকায় ক্লোভার সেন্টার মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন ২৭ বছর বয়সী ওই মহিলা চিকিৎসক। তখন সেখানে কেনাকাটা করছিলেন ওই মার্কিন মহিলাও। বোরখা পরা চিকিৎসকের কাছে তাঁর ধর্ম জানতে চান তিনি। অভিযোগ, চিকিৎসক নিজেকে একজন মুসলিম বলে পরিচয় দিতেই তার ওপর হামলে পড়েন ওই মার্কিনি। 


কোথায় গেল লাল ডায়েরি? কোথায় গেল সব হার্ড ডিক্স, রাজীব মামলায় আদালতে সওয়াল CBI-এর


ঘটনার পর ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ জানান আক্রান্ত চিকিৎসক। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, পুনের কনধাওয়া এলাকায় এক মুসলিম যুবকের সঙ্গে থাকেন ওই মার্কিন মহিলা। তাঁর হিংস্রতার পরিচয় পেয়েছে পুলিসও। অভিযোগ পেয়ে  জিজ্ঞাসাবাদে গেলে পুলিসকর্মীদের হেনস্থা করেন ওই মহিলা। এমনকী ফোনে কথোপকথেনর সময় মার্কিন দূতাবাসের কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন তিনি।